Messi : প্যারিসে পৌঁছে অন্যরকম অভ্যর্থনা পেলেন লিওনেল মেসি
প্যারিস সাঁ জাঁর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন লিওনেল মেসি। মেসি যে প্যারিস সাঁ জাঁতেই যাবেন, এই খবরের সত্যতা আগেই স্বীকার করেছিলেন তারকা ফুটবলারের বাবা জর্জ। ফ্রান্সের এই ফুটবল ক্লাবের সঙ্গে বেশকিছু দিন ধরে কথাবার্তা চলছিল মেসির বাবা ও তাঁর আইনজীবীর। প্যারিস সাঁ জাঁ ছাড়াও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসি মেসিকে দলে নিতে চেয়েছিল। তবে প্যারিস সাঁ জাঁ ছাড়া অন্য কোনও ক্লাব মেসিকে চুক্তিপত্রের কাগজ পাঠায়নি।আরও পড়ুনঃ নীরজ চোপড়ার ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা দেখলে অবাক হবেন, সংখ্যাটা কত?মঙ্গলবার স্পেন থেকে প্যারিসে পৌঁছে অন্যরকম অভ্যর্থনা পেলেন লিওনেল মেসি। This is Paris পোশাক পরে বিমানবন্দরে হাজির ছিলেন ফুটবলপ্রেমীরা। মেসি.. মেসি ধ্বনিতে বিমানবন্দর চত্বর আলোড়িত করেন প্যারিসের ফুটবলপ্রেমীরা। হাসি মুখে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে তাঁদের অভিবাদন গ্রহন করেন মেসি।আরও পড়ুনঃ বাউন্সার সামলাতে গিয়ে একি হাল বিরাট কোহলির!ফরাসি লিগ ওয়ানে এবার নেইমার, এমবাপেদের সঙ্গে খেলতে দেখা যাবে লিওনেল মেসিকে। প্যারিস সাঁ জাঁর সঙ্গে মেসির সঙ্গে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি হতে চলেছে। যদিও পরে পিএসজি মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে বলেও জানানো হয়েছে। সে অনুযায়ী ছয় বারের ব্যালন ডিঅর জয়ী তারকাকে ২০২৪ পর্যন্ত প্যারিসের ক্লাবে ফুটবল খেলতে দেখা যেতে পারে। ফরাসি ক্লাব থেকে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা ৩০৫ কোটি টাকারও বেশি উপার্জন করতে পারেন এলএম টেন। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা হবে। ভারতীয় সময় দুপুর আড়াইটে নাগাদ প্যারিস সাঁ জাঁর পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হবে। সেখানেই মেসির সঙ্গে ক্লাবের গাঁটছড়ার বিষয়টি জানানো হবে বলে খবর।আরও পড়ুনঃ এই সপ্তাহেই খুলে যাচ্ছে ইস্টবেঙ্গেলর চুক্তি জট২০১৭ সালে বার্সিলোনা থেকেই প্যারিস সাঁ জায় খেলতে এসেছিলেন নেইমার। ব্রাজিলিয় তারকাকে পেতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিল প্যারিস সাঁ জাঁ। যেখানে নেইমারএমবাপে জুটির ফলানো ফসলে সম্বৃদ্ধ হয়েছে ফুটবল। সে দলের আক্রমণভাগে মেসির উপস্থিতি লিগা ওয়ান জায়ান্টদের অপ্রতিরোধ্য করে তুলবে বলে মনে করেন ফ্যানরা। বার্সালোনা থাকাকালীন মেসি ও নেইমারের যুগলবন্দি ছিল দেখার মতো। দুই তারকার নিবিড় বন্ধুত্বের প্রমাণ চলতি বছরের কোপা আমেরিকা কাপের ফাইনালেও দেখা গিয়েছিল। হারজিত ভুলে একসঙ্গে গল্প মশগুল হয়েছিলেন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা ও ব্রাজিলের দুই মহাতারকা। সেই জুটি পিএসজির জার্সিতেও সফল হবে বলে আশা ফুটবল প্রেমীদের।